গাজায় ইসরাইলি হামলায় আরো ৩৫ জন নিহত

- আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এ তথ্য নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন তারা। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে।
মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে এক মা ও শিশুকে হত্যা করেছে ইসরাইল। এছাড়াও, ইসরাইলি সামরিক বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে আল-ইসাবিয়া শহরে হামলা চালিয়েছে। সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথে গুলি, টিয়ার গ্যাস এবং সাউন্ড বোমা নিক্ষেপ করেছে তারা। এতে তিন ফিলিস্তিনি আহত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মোট অবকাঠামোর দুই তৃতীয়াংশ।
গত ৭ই অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। প্রায় ১০ মাসের অভিযানে গাজায় মোট নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ জন এবং আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।