ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরকারদলীয় নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সরকারদলীয় নেতাকর্মীরা। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই রাজধানীর রাসেল স্কয়ারে অবস্থান নেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই অবস্থান সারাদিন চলবে বলে জানান তারা। একদফার মতো দাবি ঘোষণা করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও এসময় দাবি করেন নেতারা। দুপুরের পর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মিছিলের ঘোষণাও দেয়া হয় এ ধরনের অবস্থান কর্মসূচি থেকে।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর, ধানমণ্ডি, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন পয়েন্টে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হয়েছেন। এছাড়া দেশের সব জেলা ও মহানগরীতে একই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরকারদলীয় নেতাকর্মীদের অবস্থান

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সরকারদলীয় নেতাকর্মীরা। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই রাজধানীর রাসেল স্কয়ারে অবস্থান নেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই অবস্থান সারাদিন চলবে বলে জানান তারা। একদফার মতো দাবি ঘোষণা করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও এসময় দাবি করেন নেতারা। দুপুরের পর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মিছিলের ঘোষণাও দেয়া হয় এ ধরনের অবস্থান কর্মসূচি থেকে।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর, ধানমণ্ডি, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন পয়েন্টে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হয়েছেন। এছাড়া দেশের সব জেলা ও মহানগরীতে একই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।