সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনব। আমাদের সহযোগিতা করুন।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছেড়েছেন। সোমবারে ৫ আগস্ট দুপুরে তারা দেশ ছাড়েন।
প্রসঙ্গত, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে। রোববার সারাদেশে সহিংসতায় নতুন করে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় রোববার বিকেল থেকেই মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করে দেয়া হয়। দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। সেদিন রাতেই ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।
কারফিউ জারি করা হলেও আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।