০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় মানুষের ঢল, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ-বিক্ষোভ

অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যেও ঢাকায় প্রবেশ করেছেন হাজার হাজার মানুষ। ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা, গাবতলী দিয়ে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ করেছে।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ী এলাকা রোড ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে। এসময় বিভিন্ন জায়গায় পুলিশের বাঁধা ভেঙেছেন তারা।

রাজধানীর শনিরআখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় রাজপথে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। তারপর ১০টা ৪০ মিনিটের দিকে শনিরআখড়া থেকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ নিয়ে যাত্রাবাড়ীর দিকে যেতে থাকলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

এদিকে টিয়ার সেল ও পুলিশের গুলিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া করলে পুলিশ পিছু হটে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেয়।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের দিনে রাজধানীর শনির আখড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ছাড়াও যাত্রাবাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। এয়ারপোর্টের সামনে মূল সড়কে বিক্ষোভকারীরা, পুলিশের ফাঁকা গুলি। রাজধানীর শাহবাগে ৭ আন্দোলনকারী আটক করেছে পুলিশ।

এদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, শ্রীপুরের মাওনাসহ বিভিন্ন সড়কে সড়ক বিভাজন ও টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া শ্রীপুরের গড়গড়িয়া মাষ্টার বাড়ির একটি গাড়িতে আগুন দিয়েছে।

অন্যদিকে, কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনে আগুন দিয়েছে দুবৃত্তরা। আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, চান্দিনা থানায় হামলা হয়েছে।

ঢাকায় মানুষের ঢল, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ-বিক্ষোভ

আপডেট : ০২:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যেও ঢাকায় প্রবেশ করেছেন হাজার হাজার মানুষ। ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা, গাবতলী দিয়ে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ করেছে।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ী এলাকা রোড ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে। এসময় বিভিন্ন জায়গায় পুলিশের বাঁধা ভেঙেছেন তারা।

রাজধানীর শনিরআখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় রাজপথে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। তারপর ১০টা ৪০ মিনিটের দিকে শনিরআখড়া থেকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ নিয়ে যাত্রাবাড়ীর দিকে যেতে থাকলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

এদিকে টিয়ার সেল ও পুলিশের গুলিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া করলে পুলিশ পিছু হটে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেয়।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের দিনে রাজধানীর শনির আখড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ছাড়াও যাত্রাবাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। এয়ারপোর্টের সামনে মূল সড়কে বিক্ষোভকারীরা, পুলিশের ফাঁকা গুলি। রাজধানীর শাহবাগে ৭ আন্দোলনকারী আটক করেছে পুলিশ।

এদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, শ্রীপুরের মাওনাসহ বিভিন্ন সড়কে সড়ক বিভাজন ও টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া শ্রীপুরের গড়গড়িয়া মাষ্টার বাড়ির একটি গাড়িতে আগুন দিয়েছে।

অন্যদিকে, কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনে আগুন দিয়েছে দুবৃত্তরা। আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, চান্দিনা থানায় হামলা হয়েছে।