ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, স্থবির জনজীবন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে সারা দেশের ২১ জেলায় শিক্ষার্থী, সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিকসহ ১০০ জন নিহত হয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রোববার সন্ধ্যায় ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারভিউ। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেষ্ট ভূমিকা পালন করছেন। সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ছোট যানবাহনগুলো কিছু চলাচল করলেও বড় ধরনের কোনো যানবাহন তেমন দেখা যায়নি।

গাজীপুর
অনির্দিষ্টকালের জন্য কারফিউ আইন চলাকালে গাজীপুরে বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহন তেমন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ সোমবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল করছে অনেক কম। শুধুমাত্র অটোরিকশা, রিকশা চলাচল করছে। চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়া র‍্যাব, বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করায় পোশাক কারখানাসহ বিভিন্ন কল কারখানা ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সড়কে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। যারাই বের হচ্ছেন তাদের সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা, সভা-মিছিল বা সহিংস আন্দোলনের খবর পাওয়া যায়নি। পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সিলেট
সিলেটে কারফিউয়ে স্থবির জনজীবন। সোমবার সকাল থেকে রাস্তাঘাটে জনসমাগম অন্য দিনের তুলনায় অনেক কম। চলছে না দূরপাল্লা ও স্বল্পপাল্লার কোনো যান। নগরীতে বিচ্ছিন্নভাবে চলছে কিছু সিএনজিচালিত অটোরিকশা, বন্ধ দোকানপাটও। গতকাল সিলেটে দিনভর সংঘর্ষ ও গোলাপগঞ্জে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যুর পর মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক।

চট্টগ্রাম
চট্টগ্রামেও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। একই সঙ্গে তিন দিনের সাধারণ ছুটি। কারফিউয়ের কারণে সকাল থেকেই নগরীর প্রায় সব সড়কই ফাঁকা দেখা গেছে। যানবাহন চলাচল ছিল শূন্যের কোঠায়। তবে সড়কে রিকশা, সিএনজি সহ কিছু ব্যক্তিগত পরিবহন বিচ্ছিন্নভাবে চলতে দেখা গেছে। সড়কে মানুষের উপস্থিতিও নেই বললেই চলে। তবে অনেকেই জরুরি কাজে বের হয়ে সড়কে গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন। এ ছাড়া কর্মজীবীদের মধ্যেও কেউ কেউ অফিস যেতে বের হয়েছেন।

তারা জানান, সাধারণ ছুটির কথা জানতেন না তারা। তবে সবাই বলছেন, দেশে শান্তি ফিরে আসুক। এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে বন্ধ রয়েছে চট্টগ্রামের শিল্পকারখানা, ইপিজেডসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। জরুরি পরিষেবা আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোই কেবল খোলা রয়েছে। নগরীতে টহল জোরদার করেছে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।

বরিশাল
বরিশালেও গতকাল সন্ধ্যা ৬টা থেকে কারফিউ শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকেই নগরীতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল কমে আসে। বরিশালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ সোমবার সকাল থেকে বরিশাল নগরীর সব দোকানপাট, শপিংমল বন্ধ রয়েছে। সড়কে হাতে গোনা কয়েকটি রিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে অন্যসব যানবাহন চলাচল। নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সার্বিক নিরাপত্তায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

সিরাজগঞ্জ
অসহযোগ আনদোলনের প্রথম দিনের সংঘর্ষে এখন পর্যন্ত সিরাজগঞ্জে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও বিএনপির ২৭ জন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা থেকে চলছে সেনাবাহিনীর টহল। তবে কোথাও পুলিশ বা অন্যান্য বাহিনী দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে আন্দোলনের সমর্থনে কাওকে মাঠে দেখা যায়নি। সকাল থেকে শহরের অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন ধ্বংস স্তুপের সামনে ভিড় করছে সাধারণ জনতা।

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্যর বাড়িতে অগ্নিকাণ্ডে আগুনে পুরে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিফ হোসেন, সে এবার এসএসসি পাস করেছে। তার বাড়ি শহরের একডালা পুর্নবাসন এলাকায়।

রংপুর
রংপুর নগরীতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। গতকাল কোটা সংস্কার আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নগরীতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৪ জন নিহত হন।

দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করার পর সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কঠোরভাবে কাজ করছেন। তবে সকাল থেকে নগরীতে কারফিউ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। পুলিশ বলছে, নাশকতা ও অগ্নিসংযোগ, লুটপাট, পুলিশের ওপর হামলা, ভাঙচুরের ঘটনা সারা দেশে ঘটেছে। অন্যদিকে গতকাল দুপুরে সংঘর্ষে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, স্থবির জনজীবন

আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে সারা দেশের ২১ জেলায় শিক্ষার্থী, সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিকসহ ১০০ জন নিহত হয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রোববার সন্ধ্যায় ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারভিউ। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেষ্ট ভূমিকা পালন করছেন। সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ছোট যানবাহনগুলো কিছু চলাচল করলেও বড় ধরনের কোনো যানবাহন তেমন দেখা যায়নি।

গাজীপুর
অনির্দিষ্টকালের জন্য কারফিউ আইন চলাকালে গাজীপুরে বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহন তেমন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ সোমবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল করছে অনেক কম। শুধুমাত্র অটোরিকশা, রিকশা চলাচল করছে। চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়া র‍্যাব, বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করায় পোশাক কারখানাসহ বিভিন্ন কল কারখানা ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সড়কে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। যারাই বের হচ্ছেন তাদের সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা, সভা-মিছিল বা সহিংস আন্দোলনের খবর পাওয়া যায়নি। পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সিলেট
সিলেটে কারফিউয়ে স্থবির জনজীবন। সোমবার সকাল থেকে রাস্তাঘাটে জনসমাগম অন্য দিনের তুলনায় অনেক কম। চলছে না দূরপাল্লা ও স্বল্পপাল্লার কোনো যান। নগরীতে বিচ্ছিন্নভাবে চলছে কিছু সিএনজিচালিত অটোরিকশা, বন্ধ দোকানপাটও। গতকাল সিলেটে দিনভর সংঘর্ষ ও গোলাপগঞ্জে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যুর পর মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক।

চট্টগ্রাম
চট্টগ্রামেও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। একই সঙ্গে তিন দিনের সাধারণ ছুটি। কারফিউয়ের কারণে সকাল থেকেই নগরীর প্রায় সব সড়কই ফাঁকা দেখা গেছে। যানবাহন চলাচল ছিল শূন্যের কোঠায়। তবে সড়কে রিকশা, সিএনজি সহ কিছু ব্যক্তিগত পরিবহন বিচ্ছিন্নভাবে চলতে দেখা গেছে। সড়কে মানুষের উপস্থিতিও নেই বললেই চলে। তবে অনেকেই জরুরি কাজে বের হয়ে সড়কে গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন। এ ছাড়া কর্মজীবীদের মধ্যেও কেউ কেউ অফিস যেতে বের হয়েছেন।

তারা জানান, সাধারণ ছুটির কথা জানতেন না তারা। তবে সবাই বলছেন, দেশে শান্তি ফিরে আসুক। এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে বন্ধ রয়েছে চট্টগ্রামের শিল্পকারখানা, ইপিজেডসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। জরুরি পরিষেবা আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোই কেবল খোলা রয়েছে। নগরীতে টহল জোরদার করেছে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।

বরিশাল
বরিশালেও গতকাল সন্ধ্যা ৬টা থেকে কারফিউ শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকেই নগরীতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল কমে আসে। বরিশালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ সোমবার সকাল থেকে বরিশাল নগরীর সব দোকানপাট, শপিংমল বন্ধ রয়েছে। সড়কে হাতে গোনা কয়েকটি রিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে অন্যসব যানবাহন চলাচল। নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সার্বিক নিরাপত্তায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

সিরাজগঞ্জ
অসহযোগ আনদোলনের প্রথম দিনের সংঘর্ষে এখন পর্যন্ত সিরাজগঞ্জে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও বিএনপির ২৭ জন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা থেকে চলছে সেনাবাহিনীর টহল। তবে কোথাও পুলিশ বা অন্যান্য বাহিনী দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে আন্দোলনের সমর্থনে কাওকে মাঠে দেখা যায়নি। সকাল থেকে শহরের অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন ধ্বংস স্তুপের সামনে ভিড় করছে সাধারণ জনতা।

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্যর বাড়িতে অগ্নিকাণ্ডে আগুনে পুরে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিফ হোসেন, সে এবার এসএসসি পাস করেছে। তার বাড়ি শহরের একডালা পুর্নবাসন এলাকায়।

রংপুর
রংপুর নগরীতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। গতকাল কোটা সংস্কার আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নগরীতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৪ জন নিহত হন।

দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করার পর সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কঠোরভাবে কাজ করছেন। তবে সকাল থেকে নগরীতে কারফিউ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। পুলিশ বলছে, নাশকতা ও অগ্নিসংযোগ, লুটপাট, পুলিশের ওপর হামলা, ভাঙচুরের ঘটনা সারা দেশে ঘটেছে। অন্যদিকে গতকাল দুপুরে সংঘর্ষে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।