০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাপ্রধান

আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) রাত ৮টায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে বঙ্গভবন। আজ (বুধবার, ৭ আগস্ট) সেনা সদর থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি, তিনবাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সেনাপ্রধান বলেন, ‘আশা করি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। দেশ উপকৃত হবে।’

তিনি বলেন, ‘আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে শপথ অনুষ্ঠিত হবে।’

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‌‌‌‌‌’পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। ৩-৪ দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। অপরাধীদের ছাড় দেয়া হবে না।’

এ সময় তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ছাত্ররা আমাদের সাহায্য করছে। তারা ট্রাফিকের কাজ ও পরিছন্নতার কাজ করছে। তাদেরকে সাধুবাদ জানায়।’ শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, পুলিশ পুনর্গঠনের কাজ চলছে, সেজন্য আপাতত দায়িত্বে নেই। পুলিশের মনোবল ফিরে আসবে ও তিনবাহিনী জনগণের সাথে আছে এবং থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব থেকে দুরে থাকার আহ্বানও জানান তিনি।

এদিকে ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুর ২টায় প্যারিস থেকে দেশে ফিরবেন। আজ বুধবার ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ আগামীকাল বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাপ্রধান

আপডেট : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) রাত ৮টায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে বঙ্গভবন। আজ (বুধবার, ৭ আগস্ট) সেনা সদর থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি, তিনবাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সেনাপ্রধান বলেন, ‘আশা করি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। দেশ উপকৃত হবে।’

তিনি বলেন, ‘আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে শপথ অনুষ্ঠিত হবে।’

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‌‌‌‌‌’পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। ৩-৪ দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। অপরাধীদের ছাড় দেয়া হবে না।’

এ সময় তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ছাত্ররা আমাদের সাহায্য করছে। তারা ট্রাফিকের কাজ ও পরিছন্নতার কাজ করছে। তাদেরকে সাধুবাদ জানায়।’ শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, পুলিশ পুনর্গঠনের কাজ চলছে, সেজন্য আপাতত দায়িত্বে নেই। পুলিশের মনোবল ফিরে আসবে ও তিনবাহিনী জনগণের সাথে আছে এবং থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব থেকে দুরে থাকার আহ্বানও জানান তিনি।

এদিকে ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুর ২টায় প্যারিস থেকে দেশে ফিরবেন। আজ বুধবার ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ আগামীকাল বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।