হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেজর জেনারেল জিয়াউল আহসানের ফ্লাইট আটকে দিয়ে তাকে আটক করেছে বাংলাদেশ বিমানবাহিনী। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় তাকে আটক করে বিমানবাহিনী।
রাতে গ্রেপ্তার করে জিয়াউল আহসানকে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। বিমানবাহিনী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৮৫৮ ফ্লাইটটি আটকে দিয়ে তাকে আটক করেছে। আটকের পর বিমানটি আবারও বোর্ডিং ব্রিজে ফেরত নেয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেলে পদোন্নতি পান জিয়াউল আহসান। ২১ জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।