ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

‘৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ দেখার আগে মৃত্যু হলে ভালো হত’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ৩২ নম্বরের বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষের নয়। কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। আপনার জয়ের তিলক কপালে পড়ুন।

তিনি বলেন, দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এ সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো দিন এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা ও স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২ নম্বরের বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত।

কাদের সিদ্দিকী আরও বলেন, নিশ্চই আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে শেখ মুজিব কিছু করে নাই। সে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে।

এ সময় তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে অভিনন্দন জানান। বলেন, তার এক মুহূর্তও প্যারিসে বসে থাকার মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতিও একই রকম হবে।

নিউজটি শেয়ার করুন

‘৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ দেখার আগে মৃত্যু হলে ভালো হত’

আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ৩২ নম্বরের বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষের নয়। কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। আপনার জয়ের তিলক কপালে পড়ুন।

তিনি বলেন, দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এ সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো দিন এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা ও স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২ নম্বরের বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত।

কাদের সিদ্দিকী আরও বলেন, নিশ্চই আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে শেখ মুজিব কিছু করে নাই। সে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে।

এ সময় তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে অভিনন্দন জানান। বলেন, তার এক মুহূর্তও প্যারিসে বসে থাকার মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতিও একই রকম হবে।