ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ৩৯৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়েছেন ভিনেশ ফোগাট । তার ওপর নিয়ম ভঙ্গ করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ভারতের এ কুস্তিগিরের নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি হওয়ায় বাদ পরে গেল অলিম্পিক থেকে।

প্রথম ভারতীয় নারী কুস্তিগির হিসেবে ভিনেশ ফোগাট অলিম্পিক্সের মঞ্চে সোনার পদকের ম্যাচের যোগ্যতা অর্জন করে রেকর্ড তৈরি করেন। গত ৬ আগস্ট তিনি তিনটি পর্বে জিতে ফাইনালে প্রবেশ করেন এবং পদক নিশ্চিত করেন। কিন্তু ৭ তারিখ সকালে নিয়ম মাফিক ওজন পরীক্ষা করলে দেখা যায় ভিনেশের ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। তাই তিনি বাতিল হয়েছেন। মঞ্চেই কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

মেডেল না পেয়ে খালি হাতেই দেশে ফিরতে হলো ভিনেশকে। এ বিষয় নিয়ে দুঃখিত পুরো ভারতমহল। অনেকেই ভাবছেন এখানে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কারণ ২৪ ঘণ্টা আগেও তাকে লড়াই করতে দেওয়া হয়েছিলো। আর হঠাৎ করে এমনভাবে বাতিল হওয়া স্বাভাবিক নয়।

বাতিল হওয়া নিয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছেন এ কুস্তিগির। তবে অনেকেই আবার তার পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরো অনেকেই।

বাতিল হওয়া প্রসঙ্গে স্বরা ভাস্কর লেখেন, ‘কে এই ১০০গ্রাম বেশি হওয়ার গল্প বিশ্বাস করেন।’ এছাড়াও এ দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আক্তার, জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটসহ আরো অনেকেই।

ফারহান আক্তার তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘তুমি কতটা বিধ্বস্ত, সেটা হয়তো বোঝার চেষ্টা করছে সকলে। এভাবে তোমার অলিম্পিক সফরটা শেষ হওয়ায় আমার মন ভেঙে গেল। তবে জেনে রেখো, তোমার জন্য এবং তোমার অবদানের জন্য আমরা সকলে গর্বিত। তুমি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। সত্যিকারের চ্যাম্পিয়ন।’

আলিয়া ভাট লিখেছেন, ‘ভিনেশ ফোগাট তুমি গোটা দেশের জন্য এক অনুপ্রেরণা। ইতিহাস ছোঁয়ার জন্য তুমি যা কসরত করেছ, যে সাহস দেখিয়েছ কিংবা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছ, তোমার সেই পরিশ্রমগুলো কেউ কেড়ে নিতে পারবে না। আজ হয়তো তোমার মন ভেঙেছে, তার সঙ্গে আমাদেরও হৃদয়ভঙ্গ হয়েছে। তবে তুমিই আমাদের সোনার মেয়ে। তুমি লোহা, তুমি ইস্পাত!! তোমার কাছে এগুলো কেউ কেড়ে নিতে পারবে না। তুমি প্রকৃত চ্যাম্পিয়ন।’

নিউজটি শেয়ার করুন

অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ

আপডেট সময় : ০৬:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়েছেন ভিনেশ ফোগাট । তার ওপর নিয়ম ভঙ্গ করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ভারতের এ কুস্তিগিরের নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি হওয়ায় বাদ পরে গেল অলিম্পিক থেকে।

প্রথম ভারতীয় নারী কুস্তিগির হিসেবে ভিনেশ ফোগাট অলিম্পিক্সের মঞ্চে সোনার পদকের ম্যাচের যোগ্যতা অর্জন করে রেকর্ড তৈরি করেন। গত ৬ আগস্ট তিনি তিনটি পর্বে জিতে ফাইনালে প্রবেশ করেন এবং পদক নিশ্চিত করেন। কিন্তু ৭ তারিখ সকালে নিয়ম মাফিক ওজন পরীক্ষা করলে দেখা যায় ভিনেশের ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। তাই তিনি বাতিল হয়েছেন। মঞ্চেই কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

মেডেল না পেয়ে খালি হাতেই দেশে ফিরতে হলো ভিনেশকে। এ বিষয় নিয়ে দুঃখিত পুরো ভারতমহল। অনেকেই ভাবছেন এখানে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কারণ ২৪ ঘণ্টা আগেও তাকে লড়াই করতে দেওয়া হয়েছিলো। আর হঠাৎ করে এমনভাবে বাতিল হওয়া স্বাভাবিক নয়।

বাতিল হওয়া নিয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছেন এ কুস্তিগির। তবে অনেকেই আবার তার পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরো অনেকেই।

বাতিল হওয়া প্রসঙ্গে স্বরা ভাস্কর লেখেন, ‘কে এই ১০০গ্রাম বেশি হওয়ার গল্প বিশ্বাস করেন।’ এছাড়াও এ দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আক্তার, জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটসহ আরো অনেকেই।

ফারহান আক্তার তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘তুমি কতটা বিধ্বস্ত, সেটা হয়তো বোঝার চেষ্টা করছে সকলে। এভাবে তোমার অলিম্পিক সফরটা শেষ হওয়ায় আমার মন ভেঙে গেল। তবে জেনে রেখো, তোমার জন্য এবং তোমার অবদানের জন্য আমরা সকলে গর্বিত। তুমি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। সত্যিকারের চ্যাম্পিয়ন।’

আলিয়া ভাট লিখেছেন, ‘ভিনেশ ফোগাট তুমি গোটা দেশের জন্য এক অনুপ্রেরণা। ইতিহাস ছোঁয়ার জন্য তুমি যা কসরত করেছ, যে সাহস দেখিয়েছ কিংবা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছ, তোমার সেই পরিশ্রমগুলো কেউ কেড়ে নিতে পারবে না। আজ হয়তো তোমার মন ভেঙেছে, তার সঙ্গে আমাদেরও হৃদয়ভঙ্গ হয়েছে। তবে তুমিই আমাদের সোনার মেয়ে। তুমি লোহা, তুমি ইস্পাত!! তোমার কাছে এগুলো কেউ কেড়ে নিতে পারবে না। তুমি প্রকৃত চ্যাম্পিয়ন।’