০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নবগঠিত সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৯ আগস্ট) সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ তথ্য জানান।

গণমাধ্যমকে গোয়েন লুইস জানান, নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। আর এই সহযোগিতা করতে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

বৈঠকে বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এতে দেশের মানুষের এবং আন্তর্জাতিক জনসমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের সমর্থন ছিল। বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন সব শঙ্কা কেটে গেছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে এ শপথবাক্য পাঠ করান।

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ

আপডেট : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নবগঠিত সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৯ আগস্ট) সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ তথ্য জানান।

গণমাধ্যমকে গোয়েন লুইস জানান, নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। আর এই সহযোগিতা করতে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

বৈঠকে বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এতে দেশের মানুষের এবং আন্তর্জাতিক জনসমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের সমর্থন ছিল। বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন সব শঙ্কা কেটে গেছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে এ শপথবাক্য পাঠ করান।