০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

নতুন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ঘোষণা করলেই গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রয়োজনে রাজনীতিতে আসা থেকে বিরত থাকবেন না বলে জানিয়েছেন জয়। আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিতবো।

কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের মুখে গত সোমবার ভারত থেকে পালিয়ে যান শেখ হাসিনা। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছে, যাদের দায়িত্ব হবে একটি সুষ্ঠু নির্বাচন করা।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে, তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।

তিনি নয়াদিল্লি এলাকার একটি নিরাপদ বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি ব্রিটেনে আশ্রয় প্রার্থনার পরিকল্পনা করছেন বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করলেও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন।

এদিকে, শেখ হাসিনার ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, ‘আমি সংবিধানকে সমুন্নত রাখব, সমর্থন ও সুরক্ষা দেব এবং নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। সোমবার শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়ার পরও দেশটিতে সহিংসতা ও সংঘর্ষ হয়েছে।

৮৪ বছর বয়সী ইউনূস ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রঋণে অগ্রণী ভূমিকা পালনের জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। প্যারিস থেকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর শপথ নেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার সরকারি বাসভবন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারত আশা করছে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

“প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করায় আমার শুভেচ্ছা। আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

আপডেট : ১১:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

নতুন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ঘোষণা করলেই গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রয়োজনে রাজনীতিতে আসা থেকে বিরত থাকবেন না বলে জানিয়েছেন জয়। আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিতবো।

কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের মুখে গত সোমবার ভারত থেকে পালিয়ে যান শেখ হাসিনা। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছে, যাদের দায়িত্ব হবে একটি সুষ্ঠু নির্বাচন করা।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে, তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।

তিনি নয়াদিল্লি এলাকার একটি নিরাপদ বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি ব্রিটেনে আশ্রয় প্রার্থনার পরিকল্পনা করছেন বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করলেও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন।

এদিকে, শেখ হাসিনার ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, ‘আমি সংবিধানকে সমুন্নত রাখব, সমর্থন ও সুরক্ষা দেব এবং নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। সোমবার শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়ার পরও দেশটিতে সহিংসতা ও সংঘর্ষ হয়েছে।

৮৪ বছর বয়সী ইউনূস ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রঋণে অগ্রণী ভূমিকা পালনের জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। প্যারিস থেকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর শপথ নেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার সরকারি বাসভবন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারত আশা করছে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

“প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করায় আমার শুভেচ্ছা। আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।