ফিফার সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতু আর নেই
- আপডেট সময় : ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
ফিফার সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসে তার মৃত্যু হয়। ঈসা হায়াতুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ইনফান্তিনো লেখেন, ‘সাবেক সিএএফ (কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল) সভাপতি, সাবেক ফিফা সভাপতি এবং অন্তর্বর্তীকালীন ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলের সদস্য ইসা হায়াতুর মৃত্যুর খবর শুনে দুঃখিত। একজন উৎসাহী ক্রীড়া অনুরাগী হিসেবে নিজের জীবন ক্রীড়া প্রশাসনের জন্য উৎসর্গ করেছিলেন। ফিফার পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবার, বন্ধু, সাবেক সহকর্মী এবং যারা তাকে চিনতেন সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন। ‘
১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিএএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসা হায়াতু। ২০১৫ সালের অক্টোবরে ফিফার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসা হায়াতু। ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটিতে কাজ করেন তিনি।
তবে এই সময়ে দুর্নীতির অভিযোগে ২০২১ সালে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তাকে।