ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়ার অভ্যন্তরে দুই পক্ষের তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে গতকাল বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে। গত মঙ্গলবার থেকে এখানে দুই পক্ষের তীব্র লড়াই চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই পক্ষের তীব্র লড়াই চললেও ইউক্রেনীয় পক্ষকে প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা ইউক্রেনের ৭টি ট্যাংক, সেনাসদস্যদের পরিবহনের আটটি গাড়ি, ৩টি পদাতিক বাহিনীর গাড়ি, ৩১টি যুদ্ধসংশ্লিষ্ট গাড়িসহ মোট ৫০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

তবে ইউক্রেন এখনো এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। স্থানীয়রা আল জাজিরার প্রতিবেদককে জানায়, কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্কের কয়েকটি গ্রাম এখনো দখল করে রেখেছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এখন পর্যন্ত রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকবার কিয়েভপন্থী যোদ্ধারা প্রবেশ করেছিল। এ ছাড়া ইউক্রেনের সেনারাও কয়েকবার এই অঞ্চলে অনুপ্রবেশ করেছিল বলে দাকি করেছে মস্কো।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশ নিঃসন্দেহে ‘বড় ধরনের উসকানি’। আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘রুশ ভুখণ্ডে কিয়েভপন্ত্রী যোদ্ধাদের অনুপ্রবেশ সন্ত্রাসী কর্মকাণ্ড।’

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার অভ্যন্তরে দুই পক্ষের তুমুল লড়াই

আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে গতকাল বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে। গত মঙ্গলবার থেকে এখানে দুই পক্ষের তীব্র লড়াই চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই পক্ষের তীব্র লড়াই চললেও ইউক্রেনীয় পক্ষকে প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা ইউক্রেনের ৭টি ট্যাংক, সেনাসদস্যদের পরিবহনের আটটি গাড়ি, ৩টি পদাতিক বাহিনীর গাড়ি, ৩১টি যুদ্ধসংশ্লিষ্ট গাড়িসহ মোট ৫০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

তবে ইউক্রেন এখনো এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। স্থানীয়রা আল জাজিরার প্রতিবেদককে জানায়, কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্কের কয়েকটি গ্রাম এখনো দখল করে রেখেছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এখন পর্যন্ত রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকবার কিয়েভপন্থী যোদ্ধারা প্রবেশ করেছিল। এ ছাড়া ইউক্রেনের সেনারাও কয়েকবার এই অঞ্চলে অনুপ্রবেশ করেছিল বলে দাকি করেছে মস্কো।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশ নিঃসন্দেহে ‘বড় ধরনের উসকানি’। আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘রুশ ভুখণ্ডে কিয়েভপন্ত্রী যোদ্ধাদের অনুপ্রবেশ সন্ত্রাসী কর্মকাণ্ড।’