শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা
- আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির মুখে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে। সে বিষয়ে আরও আলোচনা হবে। সব মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কীভাবে যুক্ত করা যায়, কোন কাঠামোতে যুক্ত করা যায়, সেটা নিয়ে আলোচনা হবে।’
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। নবগঠিত এই সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।