শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ বিএনপি
- আপডেট সময় : ০১:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেন, ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চিত। ভারত সরকার তাকে আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিকে, হাসিনাকে ‘রক্ষা’ করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার ছেলে।
খালেদা জিয়ার দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী গয়েশ্বর রায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বিএনপি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে সমর্থন করে। কিন্তু আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, তাদের উদ্বেগ রয়েছে যে, ভারত শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পক্ষে সমর্থন করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার দায় ভারত বহন করছে। ভারত ও বাংলাদেশের মানুষের একে অপরের সঙ্গে কোনো সমস্যা নেই। কিন্তু ভারত কি একটি দলকে প্রমোট করবে, গোটা দেশকে নয়?
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও অস্পষ্ট- তিনি কি অন্য দেশে আশ্রয় চাইবেন, ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন।
তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মাকে ‘রক্ষা’ করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জয় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিতে ভারতের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া বা তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে এমন গুজবও নাকচ করে দেন তিনি।