আমেরিকাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না চীন
- আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
প্যারিস অলিম্পিকে সোনার লড়াইয়ে ১৪ দিন শেষে মোট ৩৩ সোনা জিতে সবার ওপরে আছে আমেরিকাই। সমান সংখ্যক সোনা জিতে তালিকার পরের অবস্থানটা চীনের। সোনার লড়াইয়ে পাল্লা দিলেও মোট পদকের সংখ্যায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে চীন।
প্রতিযোগিতার ১৩ দিন শেষে আমেরিকা সোনার লড়াইয়ে এগিয়ে গেলেও ১৪তম দিনে আমেরিকাকে ছুঁয়েছে এশিয়ার দেশটি।
এবারের অলিম্পিকের ১৪তম দিনে ভারোত্তলনে ৭১ কেজি ইভেন্টে সোনা জিতে আমেরিকার দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছেন অলিভিয়া রিভেচ। স্নাচে ১১৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৫ কেজি, সব মিলিয়ে ২৬২ কেজি তুলেছিলেন রিভেচ। এর আগে ২০০০ সিডনি অলিম্পিকে আমেরিকার হয়ে শেষবার ভারোত্তলনে ৪৮ কেজি ইভেন্টে সোনা এনে দিয়েছিলেন টারা কানিংহাম। ভারোত্তলনসহ এদিন মোট ৩টি সোনা, ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ- মোট ৮টি পদক জিতেছে আমেরিকা।
তবে ৪ সোনাসহ মোট ১০টি পদক জিতে ১৪তম দিনটি নিজেদের করে নিয়েছে চীন। টেবিল টেনিসের পুরুষদের দলীয় ফাইনালে সুইডেনের বিপক্ষে ৩-০ সেটে জিতে সোনা জিতেছে দেশটি। মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনালের সোনাও জিতেছে দেশটির চেন ইয়েওয়েন। এছাড়া মেয়েদের ক্যানো স্প্রিন্টের ডাবল ৫০০ মিটারে অলিম্পিক রেকর্ড ৫২.৮১ সেকেন্ড সময় নিয়ে চীনকে সোনা এনে দিয়েছেন জু শিজিয়াও ও সান মেঙ্গিয়া জুটি। মেয়েদের বক্সিংয়ে ৫৪ কেজি ইভেন্টে তুরস্কের হাতিসে আকবাসকে ৫-০ পয়েন্টে হারিয়ে চীনকে দিনের চতুর্থ সোনা এনে দিয়েছেন ইউয়ান চ্যাং।
আবার চীনকে টাইব্রেকারে হারিয়ে হকিতে সোনা জিতেছে নেদারল্যান্ডসের মেয়েদের দল। এর আগে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ছেলেদের হকিতেও সোনা জিতেছে নেদারল্যান্ডস। ছেলেদের ট্র্যাকিং সাইক্লিংয়ে অস্ট্রেলিয়ার ম্যাথু রিচার্ডসনকে হারিয়ে ডাচদের সোনা এনে দিয়েছেন হ্যারি লাভরেইসেন। এর আগে টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি।
ট্র্যাকিং সাইক্লিংয়ে মেয়েদের ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছে ইতালির ভিত্তোরিয়া গুয়াৎসিনি ও চিয়ারা কোনসিন্নি জুটি।
রিদমিক জিমন্যাস্টিকসে ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ফাইনালে সোনা জিতেছেন জার্মানির দারিয়া ভারফোলোমেভ। ক্যানো স্প্রিন্টের কায়াক ডাবল ৫০০ মিটারে সোনা জিতেছেন দেশটির ম্যাক্স লেমকে ও ইয়াকব শোফ।
এছাড়া মেয়েদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে ইকুয়েডরের লুনিয়া ইয়ামিলেথ ইয়েপেজকে গুজমানকে ১০-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন জাপানের আকারি ফুজিনামি। ২০ বছর বয়সী এ নারী কুস্তিগির সব মিলিয়ে টানা ১৩৪ ম্যাচ অপরাজিত থাকলেন।
প্যারিস অলিম্পিকে ১৪তম দিন শেষে পদক সংখ্যা:
দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
আমেরিকা | ৩৩ | ৩৯ | ৩৯ | ১১১ |
চীন | ৩৩ | ২৭ | ২৩ | ৮৩ |
অস্ট্রেলিয়া | ১৮ | ১৬ | ১৪ | ৪৮ |
জাপান | ১৬ | ৮ | ১৩ | ৩৭ |
গ্রেট ব্রিটেন | ১৪ | ২০ | ২৩ | ৫৭ |
ফ্রান্স | ১৪ | ২০ | ২২ | ৫৬ |
দক্ষিণ কোরিয়া | ১৩ | ৮ | ৭ | ২৮ |
নেদারল্যান্ডস | ১৩ | ৬ | ১০ | ২৯ |
জার্মানি | ১২ | ৯ | ৮ | ২৯ |
ইতালি | ১১ | ১২ | ১৩ | ৩৬ |