ড. ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
- আপডেট সময় : ০১:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা জাতিকে সততার সঙ্গে পরিচালিত করবে।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ড. ইউনূসের একটি ছবি দিয়ে অভিনন্দন জানান আনোয়ার ইব্রাহিম।
অভিনন্দন বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা জাতিকে প্রজ্ঞা ও সততার সঙ্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়।’
আনোয়ার ইব্রাহিম বলেন, “বাংলাদেশে যেহেতু একটি নতুন দিনের উদয় হয়েছে, তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে নবশক্তির, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি–‘যেখানে মনকে তোমার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয়, চিন্তা ও কর্মের প্রশস্ততায়, সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক’।”
ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের জনগণের পদে পদে সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।