‘দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ৪৩০ বার পড়া হয়েছে

গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যাতে কেউ অগ্নিসংযোগ, হামলা করতে না পারে সেজন্য মাদ্রাসার ছাত্র ও বিএনপির নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।
রিজভী বলেন, সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া সন্ত্রাসীদের কাজ। অন্তবর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা।