প্রথম কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা : উপদেষ্টা হাসান আরিফ
- আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘আমাদের অন্যতম দায়িত্ব হলো একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্টার লক্ষ্যে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা। আমাদের এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি, তাই এই সরকারের পুরো কাজটিই চ্যালেঞ্জের।’
আজ রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হাসান আরিফ।
স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি।’ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিনের হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
হাসান আরিফ বলেন, নিজে একজন আইনজ্ঞ হওয়ার কারণে কোনো মন্ত্রণালয়ের কাজই তার কাছে বিশেষ ভিন্নতা কিছু নয়। তবে, কেন স্হানীয় সরকারের কাজে এত বেশি মামলা সংঘটিত হয়, তা নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।
হাসান আরিফ আরও বলেন, স্থানীয় সরকারে কাজগুলোকে চ্যালেঞ্জ মনে না করলেও এর সঙ্গে দুর্নীতি হওয়ার প্রবণতা বেশি। এ ক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ শুরু করার কথাও বলেন তিনি।