জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমা।
আজ সোমবার সকাল পৌনে ১০টায় সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তাঁরা এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পর তাঁরা দুজনেই সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টা সকাল ১০টা ৫ মিনিটে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এই দুই উপদেষ্টা তাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান। সেই সাথে কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করে তাঁরা জানান, মানুষের আশা এবং প্রত্যাশা পূরণে তাঁরা কাজ করে যাবেন।
এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ১২টার পর বঙ্গভবনে শপথ নিয়েছেন সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায়। তাঁদেরকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ফারুক-ই-আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের টানা তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না।