প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এসেছে। এসময় তিনি বলেন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো।
সোমবার (১২ আগস্ট) আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন ছাত্ররা সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। বিচার বিভাগে শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু করার চেষ্টা করবেন বলে জানান প্রধান বিচারপ্রতি।
সমস্ত ভালো কাজে আগামীতে বিচার বিভাগকে সাথে পাবেন জানিয়ে তিনি বলেন ছাত্র জনতার এই আন্দোলন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিচার বিভাগকে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
বিচারক বা বিচার বিভাগের সঙ্গে জড়িত কেউ অসৎ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান বিচারপতি।