ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফেরত যাবেন সেনা সদস্যরা। সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।

সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, খুলনা বিভাগের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়, এখানে সেটাও হচ্ছে না।

থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫ ভাগের ওপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫ ভাগের ওপরে থানাগুলো কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে করে তিনি বলেন, সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে রাজনৈতিক কারণে। প্রেস ব্রিফিং শেষে ৪টার দিকে তিনি হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সাময়িকভাবে দায়িত্ব পালন করেন সেনাবাহিনী প্রধান। এরপর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখনও দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

আজ বিকেল খুলনার বৈকালি এলাকায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। তিনি ২টার আগে হেলিকপ্টার যোগে এখানে আসেন। এরপর সেনা সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পরবর্তীতে খুলনার বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা সাড়ে ৩টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।

নিউজটি শেয়ার করুন

পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

আপডেট সময় : ১১:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফেরত যাবেন সেনা সদস্যরা। সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।

সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, খুলনা বিভাগের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়, এখানে সেটাও হচ্ছে না।

থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫ ভাগের ওপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫ ভাগের ওপরে থানাগুলো কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে করে তিনি বলেন, সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে রাজনৈতিক কারণে। প্রেস ব্রিফিং শেষে ৪টার দিকে তিনি হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সাময়িকভাবে দায়িত্ব পালন করেন সেনাবাহিনী প্রধান। এরপর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখনও দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

আজ বিকেল খুলনার বৈকালি এলাকায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। তিনি ২টার আগে হেলিকপ্টার যোগে এখানে আসেন। এরপর সেনা সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পরবর্তীতে খুলনার বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা সাড়ে ৩টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।