উপসচিব পদে পদোন্নতি পেলেন বঞ্চিত ১১৭ কর্মকর্তা
- আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে প্রশাসনের ১১৭ জন বঞ্চিত কর্মকর্তাকে। মঙ্গলবার (১৩ই আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা যোগদান করেছেন। দীর্ঘ ১৮ বছর ধরে এসব কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন।
বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচ থেকে বিভিন্ন ব্যাচের কর্মকর্তা রয়েছেন। একই ব্যাচের কর্মরতরা সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন করছেন। পদোন্নতি বঞ্চিত হয়ে এসব ব্যাচের কর্মকর্তাদের অনেকেই চাকরি ছেড়েছেন কিংবা অবসরে চলে গেছেন।
এই ১১৭ জন কর্মকর্তা অত্যন্ত অবহেলিত অবস্থায় চাকরি করছিলেন। প্রশাসনের মূল পদগুলোতেও তারা কেউ ছিলেন না।
গত এক সপ্তাহ ধরে তাদের পদোন্নতির কথা শোনা গেলেও সিনিয়র কর্মকর্তাদের অসহযোগিতার কারণে তারা কাজে যোগ দিতে পারছিলেন না। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার তারা পদোন্নতি পান। এসব কর্মকর্তাদের অনেকেই প্রশাসনের পরবর্তী ধাপে খুব শিগগির পদোন্নতি পাবেন বলে জানা গেছে।