পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছে বিএনপি।
বুধবার সকালে বিএনপি কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাহউদ্দিন খান এই মামলা করেন।
২০২২ সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে ভাংচুর, লুটপাট, ডাকাতি করা হয়। ডাকাতি করা অর্থের পরিমাণ সাড়ে ৪৭ লাখ টাকা। আর কার্যালয়ে ক্ষতির পরিমাণ সাড়ে তিন লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে মামলার আরজিতে।
এছাড়া, ২০২৪ সালের ১৬ই জুলাই আবারও বিএনপি কার্যালয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখা ও অফিস লুট করে অভিযুক্তরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সারাদেশে প্রতিটি জেলায় এ ধরনের মামলার প্রস্তুতি চলছে।
সালাহ উদ্দিন খান বলেন, আমিসহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায়। থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বধন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন।