ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল বুধবার তুরস্ক সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আঙ্কারায় এক বৈঠকে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুই নেতা সাম্প্রতিক ঘটনা এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এরদোয়ান ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জানান, গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের জন্য বিশ্বের সব দেশ বিশেষ করে মুসলিমদের এগিয়ে আসা উচিত।
বৈঠকের পর এক বিবৃতিতে এরদোয়ানের অফিস জানায়, ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতেও কাজ করবে তুরস্ক।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেবেন। ফিলিস্তিনের সমর্থনে ওই দিন তুরস্কের পার্লামেন্টে জরুরি বৈঠকে বসবে।
গত ৭ অক্টোবর ইসলায়েলে হামাসের হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন, সেই সঙ্গে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়।
অপরদিকে ইসরায়েলি বাহিনীর গত ১০ মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৯২ হাজার মানুষ। এ যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছেন এরদোয়ান।