বাংলাদেশে অনিশ্চিত নারী বিশ্বকাপ, প্রস্তাব পেয়ে ভারতের না
- আপডেট সময় : ০১:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
আগামী অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শঙ্কার মুখে এই আয়োজন। আইসিসি এরইমধ্যে বিকল্প ভাবনা শুরু করেছে। যে তালিকায় নাম আছে ভারতেরও। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের সেক্রেটারী জয় শাহ।
এই বিষয়ে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে জয় শাহ বলেন, ‘বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। আমরা তখনো বর্ষা মৌসুমে থাকতে পারি। আর পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই।’
বাংলাদেশ সিরিজ নিয়ে জয় শাহ বলেন, ‘বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে। দুই টেস্টের ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন জয় শাহ, ‘বাংলাদেশের কারো সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়নি। সেখানে নতুন সরকার এসেছে। তারা হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, না হলে আমরা যোগাযোগ করব। বাংলাদেশ সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। বিশ্বকাপের আয়োজন বাংলাদেশ থেকে আইসিসি সরিয়ে নিতে চায় তা এখন একপ্রকার নিশ্চিতই হয়ে গেল জয় শাহের এমন বক্তব্যের পরে। আইসিসি প্রাথমিক বিবেচনায় শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছিল।
এদিকে, বিশ্বকাপ আয়োজনে সর্বেচ্চ চেষ্টা করছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়ে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।