বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের মুখে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রভাবে সঞ্চালনশীল মেঘমালার তৈরি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এতে সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে ৬১ মিলিমিটার।