ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় গত বছরের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের নৃশংস হামলায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি এটিকে খুবই ভয়াবহ মাইলফলক বলে অভিহিত করেছেন। এরসাথে এমন পরিস্থিতিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানোর ব্যর্থতার ফলাফল বলেও মন্তব্য করেছেন তিনি।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর যুদ্ধ বাঁধার পর থেকে এ পর্যন্ত গত ১০ মাসে গাজায় মোট নিহত হয়েছেন ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি। সেই সঙ্গে মোট আহতের সংখ্যা ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি।

এই নিহত এবং আহতদের মধ্যে সামরিক-বেসামরিক ফিলিস্তিনিদের অনুপাত কত তা আলাদা করা হয়নি। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার হতাহতদের অধিকাংশই নারী এবং শিশু। যুদ্ধে অবশ্য ইসরাইলি বাহিনীর সেনা সদস্যরাও নিহত হয়েছেন। গত দশ মাসের যুদ্ধে গাজায় নিহত হয়েছেন ৩ শতাধিক সেনা কর্মকর্তা ও সদস্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার (১৫ই আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে হামাসের ১৭ হাজার যোদ্ধা।

নিউজটি শেয়ার করুন

গাজায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

ফিলিস্তিনের গাজায় গত বছরের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের নৃশংস হামলায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি এটিকে খুবই ভয়াবহ মাইলফলক বলে অভিহিত করেছেন। এরসাথে এমন পরিস্থিতিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানোর ব্যর্থতার ফলাফল বলেও মন্তব্য করেছেন তিনি।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর যুদ্ধ বাঁধার পর থেকে এ পর্যন্ত গত ১০ মাসে গাজায় মোট নিহত হয়েছেন ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি। সেই সঙ্গে মোট আহতের সংখ্যা ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি।

এই নিহত এবং আহতদের মধ্যে সামরিক-বেসামরিক ফিলিস্তিনিদের অনুপাত কত তা আলাদা করা হয়নি। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার হতাহতদের অধিকাংশই নারী এবং শিশু। যুদ্ধে অবশ্য ইসরাইলি বাহিনীর সেনা সদস্যরাও নিহত হয়েছেন। গত দশ মাসের যুদ্ধে গাজায় নিহত হয়েছেন ৩ শতাধিক সেনা কর্মকর্তা ও সদস্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার (১৫ই আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে হামাসের ১৭ হাজার যোদ্ধা।