ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও বিচারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিয়ে দলটির সিনিয়র নেতারা এ দাবি তোলেন। তারা বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলা হয় সমাবেশ থেকে।

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়মী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে যোগ দিয়ে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের অপশাসন, দুর্নীতি, লুটপাটের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। একে সাময়িক বিজয় হিসেবে উল্লেখ করলেও আগামী দিনে রাজপথের আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে অনুপ্রবেশ করলেও আওয়ামী লীগ সরকার নিশ্চুপ ছিল, অথচ ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করে অনেক শিশুকে হত্যা করেছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নীতিনির্ধারক নেতারা।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে বিএনপি

আপডেট সময় : ১১:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও বিচারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিয়ে দলটির সিনিয়র নেতারা এ দাবি তোলেন। তারা বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলা হয় সমাবেশ থেকে।

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়মী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে যোগ দিয়ে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের অপশাসন, দুর্নীতি, লুটপাটের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। একে সাময়িক বিজয় হিসেবে উল্লেখ করলেও আগামী দিনে রাজপথের আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে অনুপ্রবেশ করলেও আওয়ামী লীগ সরকার নিশ্চুপ ছিল, অথচ ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করে অনেক শিশুকে হত্যা করেছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নীতিনির্ধারক নেতারা।