চাকুরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে দৈনিক মজুরিভিত্তিক চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আজ (শনিবার, ১৭ আগস্ট) সকাল ৯টা থেকে শাহবাগে জড়ো হয়ে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারী এ দাবি জানান।
বেতন ছয় মাস পর্যন্ত দেরি করা, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়াসহ নানা দাবিতে দীর্ঘদিনের আন্দোলন তাদের। একই প্রতিষ্ঠানে কর্মচারীদের সঙ্গে দুই রকম আচরণের অবসান চান তারা।
ঠিকাদারি কোম্পানির তত্ত্বাবধানে বেতন হওয়ায় প্রত্যেকের বেতন থেকে কয়েক হাজার টাকা কেটে নেয়া হয় বলেও জানান তারা। রাজধানীর বাইরে ঢাকার চেয়ে বেশি টাকা কেটে বেতন দেয়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
সারাদেশের সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে প্রায় সাড়ে ৮ লাখ কর্মচারী এই বৈষম্যের শিকার বলেও জানান আন্দোলনকারীরা।