আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা চলছে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ (রোববার, ১৮ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা চলছে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রাজনীতিকরণ সব সময় খারাপ নয়। কিন্তু যে ধরনের রাজনীতিকরণ ও প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, তাতে ছাত্র-শিক্ষকদের সম্পর্কের অবনতি হয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষা পাঠ্যক্রম তো উন্নতি করতেই হবে। সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে সেটা বর্তমান পর্যায়ে বাস্তবায়ন করা খুবই কঠিন। তাই নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছি না।’