তামিমকে নিয়ে বিসিবি ঘুরে দেখলেন নতুন উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
লর্ডসকে বলা হয় ক্রিকেটের মক্কা। ক্রিকেটের তীর্থস্থান ইংল্যান্ডের মাঠটি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম হতে পারে এ দেশের ক্রিকেটের তীর্থস্থান। ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত মাঠটির সঙ্গে জড়িয়ে আছে ভক্তদের আবেগ, ভালোবাসা ও অনুভূতি। সেই মাঠে আজ সোমবার (১৯ আগস্ট) উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অ্যাকাডেমি মাঠ, প্র্যাকটিস গ্রাউন্ডসহ পুরো শেরেবাংলা ঘুরে দেখেন আসিফ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালসহ বিসিবির কর্তাব্যক্তিরা। মাঠ পরিদর্শনের আগে গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে তাকে পুরো মাঠের বিভিন্ন অংশ দেখান তামিম। পরে তারা প্রবেশ করেন মাঠে।
তবে, আগে থেকেই জানানো ছিল এ দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিসিবিতে গেলেন তিনি। বিসিবির অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টার এই সৌজন্য সাক্ষাৎ।
তামিমও শেরেবাংলায় এসেছেন দীর্ঘদিন পর। জাতীয় দলের বাইরে আছেন এক বছরের বেশি সময় ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের পর তাকে দেখা যায়নি মাঠের ক্রিকেটে। ভিন্নরূপে হলেও তিনি ফিরেছেন মাঠে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কেটেছে সময়।