সমুদ্র বন্দরে সতর্কতা, বৃষ্টি থাকতে পারে সপ্তাহজুড়েই
- আপডেট সময় : ০১:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সারা দেশেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি সপ্তাহজুড়েই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতেও পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূগের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, আজ সোমবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন অফিসগামীরা। হেঁটে বা মোটরসাইকেলে যারা বের হন রাস্তার পাশে আটকা পড়েন তারা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।