০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১৬ জন নিহত হয়েছে। এতে মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪০ হাজার ৯৯ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কাজের অভাবে গাজায় ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছে এবং আরও দুজন আহত হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরাইলের হামলায় নিহত হয়েছে আরও ছয় ফিলিস্তিনি।

এদিকে, রোববার ইসরাইলি সেনাবাহিনী খান ইউনিসে তাদের স্থল আক্রমণ আরও বাড়িয়েছে। শহরের পশ্চিম অংশে অবস্থিত হামাদ শহরে পৌঁছে গেছে ইসরাইলি বাহিনী। ক্রমাগত আক্রমণের মধ্যে খান ইউনিসে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে আমরা হাল ছাড়ছি না। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

গাজায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০১:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১৬ জন নিহত হয়েছে। এতে মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪০ হাজার ৯৯ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কাজের অভাবে গাজায় ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছে এবং আরও দুজন আহত হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরাইলের হামলায় নিহত হয়েছে আরও ছয় ফিলিস্তিনি।

এদিকে, রোববার ইসরাইলি সেনাবাহিনী খান ইউনিসে তাদের স্থল আক্রমণ আরও বাড়িয়েছে। শহরের পশ্চিম অংশে অবস্থিত হামাদ শহরে পৌঁছে গেছে ইসরাইলি বাহিনী। ক্রমাগত আক্রমণের মধ্যে খান ইউনিসে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে আমরা হাল ছাড়ছি না। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।