রাশিয়ার আরেকটি সেতু গুঁড়িয়ে দিল ইউক্রেন

- আপডেট সময় : ০১:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে

রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরো একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা। গুঁড়িয়ে দেয়া এই সেতুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সেতু ধ্বংস করল ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেন বলেছে, তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে এবং এক সপ্তাহের মধ্যে সেখানকার দ্বিতীয় আরেকটি কৌশলগত সেতু ধ্বংস করেছে। সেইম নদীর ওপরের এই সেতুটি ক্রেমলিন তার সৈন্য সরবরাহের জন্য ব্যবহার করছিলো। অবশ্য হামলাটি ঠিক কখন হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কুরস্কে শক্তিশালী অবস্থানে রয়েছে ইউক্রেনের সেনারা। কুরস্কে সামরিক অনুপ্রবেশ ও হামলার পেছনে বেশ কয়েকটি লক্ষ্য রয়েছে। তার মধ্যে একটি হলো রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য এই অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা।
২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর এবারই প্রথম রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেনের বাহিনী। যা প্রায় দুই সপ্তাহ হতে যাচ্ছে।