ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মানুষের ভালোবাসা পাবে না ভারত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে না ভারত-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনো চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এসময় বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচারী সরকারের আমলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আর এখন শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, নতুন করে উজ্জিবীত বিএনপির নেতা-কর্মীরা। দল গোছানোর পাশাপাশি সভা-সমাবেশ এবং ঘরোয়া কর্মসূচিতে বেড়েছে ব্যস্ততা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এক ফ্যাসিবাদ গেছে, আর এদিকে নয়া ফ্যাসিবাদ আমদানি করতে পারি না। আমি এদেরকে ফ্যাসিবাদ বলি এ জন্য, ওই আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এ বিজয়কে ভণ্ডুল করতে। বাংলাদেশের মানুষের যে শুত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাঁকে আশ্রয় দিয়ে মানুষের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না।’

এর আগে দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন থাকবে।’

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মানুষের ভালোবাসা পাবে না ভারত: ফখরুল

আপডেট সময় : ১১:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে না ভারত-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনো চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এসময় বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচারী সরকারের আমলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আর এখন শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, নতুন করে উজ্জিবীত বিএনপির নেতা-কর্মীরা। দল গোছানোর পাশাপাশি সভা-সমাবেশ এবং ঘরোয়া কর্মসূচিতে বেড়েছে ব্যস্ততা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এক ফ্যাসিবাদ গেছে, আর এদিকে নয়া ফ্যাসিবাদ আমদানি করতে পারি না। আমি এদেরকে ফ্যাসিবাদ বলি এ জন্য, ওই আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এ বিজয়কে ভণ্ডুল করতে। বাংলাদেশের মানুষের যে শুত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাঁকে আশ্রয় দিয়ে মানুষের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না।’

এর আগে দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন থাকবে।’