সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
জাতীয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেনো অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ (সোমবার, ১৯ আগস্ট) সকালে এ রুল জারি করা হয়।
সংবিধান সংশোধনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
২০১১ সালের ৩০ জুন পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
এর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০ টি করা হয়।
এই সংশোধনীতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের স্বীকৃতি দেওয়া হয়।
বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে বিলটি ২৯১-১ ভোটে পাস হয়েছিল।