২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- আপডেট সময় : ১১:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
দেশের ২৫টি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার ও গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার করার কথা উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে পাবনা, ফরিদপুর, জয়পুরহাট, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়া ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহার করার কথা বলা হয়।
ডিসি পদ থেকে এই কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আগেই জানা গিয়েছিলো, ধারাবাহিকভাবে ডিসিদের প্রত্যাহার করে তাদের জায়গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হবে।
গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পরই জনপ্রশাসনে বড় পরিবর্তন শুরু হয়।