ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা, নতুন যুদ্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যেই বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ইউক্রেন। পাল্টা সেনা মোতায়েন করেছে বেলারুশও। এতে বেলারুশ সীমান্তে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেন তাদের সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরাও আমাদের সীমান্তে সেনা মোতায়েন করেছি।’

তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে, তা উল্লেখ করেননি লুকাশেঙ্কো। তিনি বলেন, ‘তাদের (ইউক্রেনের) আক্রমণাত্মক নীতি মাথায় রেখে আমরা আমাদের সীমান্তজুড়ে সেনা মোতায়েন করেছি। তারা প্রতিরক্ষা হিসেবে কাজ করবে।’

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বলছে, বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্ত রক্ষী রয়েছে।

বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন বলেন, ইউক্রেন থেকে সশস্ত্র উসকানির আশঙ্কা রয়েছে এবং দুই দেশের সীমান্তের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।

লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বেলারুশ–ইউক্রেন সীমান্তে বিপুলসংখ্যব মাইন পুঁতে রাখা হয়েছে। ইউক্রেন বাহিনী সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাদের চরম মূল্য দিতে হবে।’

লুকাশেঙ্কো জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনের অযাচিত পদক্ষেপগুলো রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগিয়ে যেতে বাধ্য করছে। আমরা জানি, রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইউক্রেন নিশ্চিহ্ন হয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন

বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা, নতুন যুদ্ধের আশঙ্কা

আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যেই বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ইউক্রেন। পাল্টা সেনা মোতায়েন করেছে বেলারুশও। এতে বেলারুশ সীমান্তে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেন তাদের সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরাও আমাদের সীমান্তে সেনা মোতায়েন করেছি।’

তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে, তা উল্লেখ করেননি লুকাশেঙ্কো। তিনি বলেন, ‘তাদের (ইউক্রেনের) আক্রমণাত্মক নীতি মাথায় রেখে আমরা আমাদের সীমান্তজুড়ে সেনা মোতায়েন করেছি। তারা প্রতিরক্ষা হিসেবে কাজ করবে।’

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বলছে, বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্ত রক্ষী রয়েছে।

বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন বলেন, ইউক্রেন থেকে সশস্ত্র উসকানির আশঙ্কা রয়েছে এবং দুই দেশের সীমান্তের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।

লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বেলারুশ–ইউক্রেন সীমান্তে বিপুলসংখ্যব মাইন পুঁতে রাখা হয়েছে। ইউক্রেন বাহিনী সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাদের চরম মূল্য দিতে হবে।’

লুকাশেঙ্কো জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনের অযাচিত পদক্ষেপগুলো রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগিয়ে যেতে বাধ্য করছে। আমরা জানি, রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইউক্রেন নিশ্চিহ্ন হয়ে যাবে।’