ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গার্মেন্টকর্মীর মৃত্যু: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর এলাকায় গুলিতে গার্মেন্টকর্মী সোহেল রানাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে সোহেল রানার মো. ইব্রাহিম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন – সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেষনের মেয়র শেখ ফজলে নূর তাপস, তাঁর বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ,অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান, এসআই মাসুম বিল্লাহ ও মো.রশিদ।

মামলার এজাহারে দেখা যায়, নিহত গার্মেন্টসকর্মী সোহেল আন্দোলন চলাকালে অংশ নেন। এরপর আদাবর থানার সামনে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে গুলি বিদ্ধ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

নিউজটি শেয়ার করুন

গার্মেন্টকর্মীর মৃত্যু: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর এলাকায় গুলিতে গার্মেন্টকর্মী সোহেল রানাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে সোহেল রানার মো. ইব্রাহিম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন – সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেষনের মেয়র শেখ ফজলে নূর তাপস, তাঁর বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ,অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান, এসআই মাসুম বিল্লাহ ও মো.রশিদ।

মামলার এজাহারে দেখা যায়, নিহত গার্মেন্টসকর্মী সোহেল আন্দোলন চলাকালে অংশ নেন। এরপর আদাবর থানার সামনে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে গুলি বিদ্ধ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।