ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণের খান ইউনিস থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা (আইএসএ) যৌথ অভিযান চালিয়ে জিম্মিদের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইয়োরাম মেটজগার, আলেকজান্ডার ড্যান্সিগ, আব্রাহাম মুন্ডার, চাইম পেরি, নাদাভ পপলওয়েল ও ইয়াগেভ বুচশতাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা গাজায় জিম্মি অবস্থায় ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে তাঁদের মৃত্যুর কথা জানিয়েছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, আইডিএফ ও আইএসএ খান ইউনিসে যৌথ অভিযান চালিয়ে জিম্মিদের মরদেহ উদ্ধার করে। এ জন্য হামাসের সুড়ঙ্গে প্রবেশের মতো ‘দুঃসাধ্য অভিযান’ চালাতে হয়েছে।

এমন পরিস্থিতিতে গাজায় আটক থাকা বাকি জিম্মিদের যেন চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হয় তার জোর দাবি উঠেছে। জিম্মি ও নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি ফোরামের বিবৃতিতে এমন দাবি করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ সময় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়। ওই সময় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর মধ্যে ১০৯ জন এখনও হামাসের হাতে বন্দী আছেন। তাঁদের মধ্যে ৩৬ জন মারা গেছেন বলে ধারণা করা হয়।

এদিকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত দশ মাসের বেশি সময়ের টানা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণের খান ইউনিস থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা (আইএসএ) যৌথ অভিযান চালিয়ে জিম্মিদের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইয়োরাম মেটজগার, আলেকজান্ডার ড্যান্সিগ, আব্রাহাম মুন্ডার, চাইম পেরি, নাদাভ পপলওয়েল ও ইয়াগেভ বুচশতাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা গাজায় জিম্মি অবস্থায় ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে তাঁদের মৃত্যুর কথা জানিয়েছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, আইডিএফ ও আইএসএ খান ইউনিসে যৌথ অভিযান চালিয়ে জিম্মিদের মরদেহ উদ্ধার করে। এ জন্য হামাসের সুড়ঙ্গে প্রবেশের মতো ‘দুঃসাধ্য অভিযান’ চালাতে হয়েছে।

এমন পরিস্থিতিতে গাজায় আটক থাকা বাকি জিম্মিদের যেন চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হয় তার জোর দাবি উঠেছে। জিম্মি ও নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি ফোরামের বিবৃতিতে এমন দাবি করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ সময় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়। ওই সময় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর মধ্যে ১০৯ জন এখনও হামাসের হাতে বন্দী আছেন। তাঁদের মধ্যে ৩৬ জন মারা গেছেন বলে ধারণা করা হয়।

এদিকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত দশ মাসের বেশি সময়ের টানা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।