শেখ হাসিনার বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা আর সিলেটে আজও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ ও সরকার দলীয় কর্মীদের বর্বরতার বিচার চেয়ে মামলা দু’টি করা হয়েছে।
সিলেটে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচারিক আদালতে মামলাটি করেন এক যুবক। গত ৪ আগস্ট সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান, সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
এদিকে, রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সালমান এফ রহমানসহ ১৭৮ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১শে আগস্ট) রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলাটি দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। এই মাশলায় অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামী করা হয়েছে।