আদিলুরের দুই বছরের সাজা বাতিল

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক নাসির উদ্দিন এলানের সাজা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আদিলুর রহমান খান শুভ্র ও এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের দশ হাজার টাকা জরিমানার আদেশও দেন আদালত। এটি তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা।