আওয়ামী লীগ নিষিদ্ধ ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে রিটের শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে

ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে ও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চেয়ে করা রিটের শুনানি রোববার।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্র পক্ষের আবেদনে শুনানির এই দিন ধার্য করেন বলে জানান রিটের পক্ষে ছিলেন রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
এই রিটে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনা, যে সকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন করা ও আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির আদেশ চাওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করে সোমবার সাংবাদিকদের বলেন, ‘রিটে আনা বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।’