ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করতে চায় জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশে আন্দোলনকারিদের ওপর রাষ্ট্রীয় বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসীদের অতিরিক্ত বলপ্রয়োগ এবং ব্যাপক প্রাণহানি অনুসন্ধানের উদ্দেশ্যে বাংলাদেশে সফররত জাতিসংঘের প্রতিনিধি দল জানিয়েছে তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাজ করার গাইডলাইন তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন।

দুপুরে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংএ জাতিসংঘের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার হাই কমিশনের প্রধান রোরি মুনগোভেন জানান, গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চায় জাতিসংঘ।

প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠায় এটিই হবে সবচেয়ে উপযুক্ত সময়।

এসময় প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, আমরা মূল তদন্ত দল নই বরং মূল দলের কাজের পরিধি কী হবে সেটা যাচাই করতে সফরে এসেছি।

মূল দলের তদন্তের ধারা, কাঠামো ঠিক করতেই তাদের এই সফর বলে জানান তিনি। আগামী সাত দিন এই প্রতিনিধি দল বাংলাদেশের নানা অংশীজনের সাথে আলাপ আলোচনা করবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও ক্ষত রয়ে গেছে বিভিন্নক্ষেত্রে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সূত্রের হিসাবে জুলাই-আগস্টের আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছয় শতাধিক। সেই আন্দোলনে হামলা, হতাহত, অস্বাভাবিক পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ সব নিয়েই যাচাই বাছাইয়ে জাতিসংঘের প্রতিনিধি দল এখন ঢাকায়।

তদন্ত সম্পর্কে তারা জানান, ‘তদন্তের জন্য আসে নি। পরবর্তীতে ফাক্ট ফাইন্ডিং টিম কিভাবে কাজ করবে সেই গাইড তৈরি করে দিবে তার টিম।’

এই সপ্তাহে সফররত জাতিসংঘের টিম বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গ আলোচনা করবে।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করতে চায় জাতিসংঘ

আপডেট সময় : ০২:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশে আন্দোলনকারিদের ওপর রাষ্ট্রীয় বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসীদের অতিরিক্ত বলপ্রয়োগ এবং ব্যাপক প্রাণহানি অনুসন্ধানের উদ্দেশ্যে বাংলাদেশে সফররত জাতিসংঘের প্রতিনিধি দল জানিয়েছে তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাজ করার গাইডলাইন তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন।

দুপুরে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংএ জাতিসংঘের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার হাই কমিশনের প্রধান রোরি মুনগোভেন জানান, গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চায় জাতিসংঘ।

প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠায় এটিই হবে সবচেয়ে উপযুক্ত সময়।

এসময় প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, আমরা মূল তদন্ত দল নই বরং মূল দলের কাজের পরিধি কী হবে সেটা যাচাই করতে সফরে এসেছি।

মূল দলের তদন্তের ধারা, কাঠামো ঠিক করতেই তাদের এই সফর বলে জানান তিনি। আগামী সাত দিন এই প্রতিনিধি দল বাংলাদেশের নানা অংশীজনের সাথে আলাপ আলোচনা করবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও ক্ষত রয়ে গেছে বিভিন্নক্ষেত্রে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সূত্রের হিসাবে জুলাই-আগস্টের আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছয় শতাধিক। সেই আন্দোলনে হামলা, হতাহত, অস্বাভাবিক পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ সব নিয়েই যাচাই বাছাইয়ে জাতিসংঘের প্রতিনিধি দল এখন ঢাকায়।

তদন্ত সম্পর্কে তারা জানান, ‘তদন্তের জন্য আসে নি। পরবর্তীতে ফাক্ট ফাইন্ডিং টিম কিভাবে কাজ করবে সেই গাইড তৈরি করে দিবে তার টিম।’

এই সপ্তাহে সফররত জাতিসংঘের টিম বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গ আলোচনা করবে।