গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
- আপডেট সময় : ১২:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন জিম্মিদের মুক্তির জন্য গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীতার ওপর জোর দেন। পাশাপাশি তিনি জানান, আগামীতে মিশরের রাজধানী কায়রোতে হতে যাওয়া যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই গত মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শেষ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আগামী কয়েক দিনের মধ্যে কায়রোতে ফের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট (বাইডেন) যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিটি সম্পন্নের ওপর জোর দেন।
বিবৃতিতে আরও বলা হয়, বাইডেন এবং নেতানিয়াহু ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন তৎপরতা নিয়েও আলোচনা করেছেন । বিশেষ করে ইরান ও প্রক্সিদের হামলা মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।
গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এর জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। এর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান।