আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন টিম ওয়ালজ। স্থানীয় সময় বুধবার রাতে শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে মনোনয়ণ গ্রহণ করেন তিনি। এসময় মঞ্চে উঠে আবেগ প্রবণ হয়ে পড়েন ওয়ালজ। রানিংমেট হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে এসময় কমলা হ্যারিসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর আগে দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অপেরা উইনফ্রেসহ দলের প্রভাবশালী ডেলিগেটররা।
এবার নিয়ে ১২ বার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন বিল ক্লিনটন। ১৯৮০ সালে মাত্র ৩৩ বছর বয়সে প্রথমবার দলীয় সম্মেলনে ভাষণ দেন তিনি। এরও এক যুগ পর ক্লিনটন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এবারের নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের ‘অতি আত্মবিশ্বাসী’ না হতেও সতর্ক করে দিয়েছেন বিল ক্লিনটন। তিনি বলেন, প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিস বেশ ভালো করছেন। তাই আমরা সবাই বেশ খুশি। তবে কখনোই আপনার প্রতিপক্ষকে ছোট করে দেখা উচিত হবে না। কমলা হ্যারিস বিজয়ী হলে তাঁর সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিনটন। কমলা হ্যারিসের রানিংমেট হিসেবে টিম ওয়ালজেরও প্রশংসা করেছেন বিল ক্লিনটন।
এসময় ট্রাম্পকে কটাক্ষও করেন বিল। ট্রাম্পের প্রতি অভিযোগ জানিয়ে বিল ক্লিনটন বলেন, ট্রাম্পনিজেই ‘বিশৃঙ্খলা সৃষ্টি করেন’, নিজেই তা ‘কমিয়ে আনেন’। অন্যদেশগুলোও তাকে ভালো চোখে দেখে না।