ড. ইউনূসের সাথে ইউএসএআইডি প্রধানের আলোচনা
- আপডেট সময় : ০১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা (ইউএসএআইডি) এর প্রধান সামান্থা পাওয়ারের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এত উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন তিনি।
আজ ২২ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডেইলি সান জানিয়েছে, একটি ফোনকলের মাধ্যমে ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ারের সাথে আলাপ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই ফোনকলে বাংলাদেশের এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের রক্ষা করার এবং সমালোচনামূলক সহায়তা প্রদানকারী মানবিক অংশীদারদের কাজকে সক্ষম করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে গত রোববার ড. ইউনূস বলেন, তার সরকার রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে। এ কাজে তিনি আরও আন্তর্জাতিক সমর্থন চান। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রচেষ্টা প্রয়োজন।
বেশিরভাগ শরণার্থী ২০১৭ সালে একটি সামরিক দমনের পরে প্রতিবেশী মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে যা এখন জাতিসংঘের আদালতের দ্বারা গণহত্যার তদন্তের বিষয়।