বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সেনাবাহিনীর সদরদফতরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাক্ষাতে সেনাপ্রধানের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের দেশের চলমান ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান ব্যবসায়ীদের আশ্বস্ত করেন, দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, মীর নাসির হোসেন, একে আজাদ, জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্পাঞ্চলসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সেনাবাহিনীর শিল্পাঞ্চল নিরাপত্তা সেল গত ৯ আগস্ট গঠন করা হয়। শিল্পাঞ্চল নিরাপত্তা সেলের তত্ত্বাবধানে শিল্প পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় অতি দ্রুত সাময়িক বন্ধ থাকা কারখানাসমূহ পুনরায় চালু হয় এবং আস্থার ও নিরাপদ পরিবেশের সৃষ্টি হয়। শিল্পাঞ্চলসমূহের নিরাপত্তাকল্পে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।