১১৬ বছরের জাপানি নারী পাচ্ছেন সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি
- আপডেট সময় : ১২:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠতে যাচ্ছে ১১৬ বছর বয়সী জাপানের এক নারীর। যুক্তরাষ্ট্র ভিত্তিক জেরোন্টোলোজি রিসার্চ গ্রুপ বুধবার এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
১৯০৮ সালের ২৩ মে জন্ম নেওয়া তোমিকো ইতোওকা একজন পর্বতারোহী ছিলেন। জাপানের পশ্চিমাঞ্চলীয় আশিয়া নগরীতে তিনি বাস করেন। তিনি যে বছর জন্মগ্রহণ করেন, সে বছরই আইফেল টাওয়ার থেকে প্রথম দূরপাল্লার রেডিও বার্তা পাঠানো হয়।
গত সোমবার ১১৭ বছর বয়সে মারা যান বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা। এরই প্রেক্ষাপটে সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পেতে ইতোওকা।
আল জাজিরা জানিয়েছে, তিন সন্তানের মা ইতোওকা ৭০– এর কোঠায় বয়স থাকার সময় প্রায়ই জাপানের পর্বত আরোহণ করতেন।
জাপানের ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওনটেক পর্বত দুইবার আরোহণ করেন তিনি। ১০০ বছর বয়সে ইতোওকা কোনো লাঠি ছাড়াই জাপানের আশিয়া মন্দিরের দীর্ঘ পাথরের পথ দিয়ে হেঁটে উঠেছিলেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ১১৮ বছর বয়সী ফরাসি সন্ন্যাসী লুসিল র্যান্ডনের মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেব আনুষ্ঠানিক স্বীকৃতি পান মারিয়া ব্রানিয়াস। আর এখন সেই স্বীকৃতি পেতে যাচ্ছেন ইতোওকা।
এর আগে সবচেয়ে বেশি বয়সে বেঁচে ছিলেন ফরাসি নারী জিন লুইস ক্যালমেন্ট। ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান তিনি।